গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হলেন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।
আজ বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। থেকে তিনি উক্ত অনুষদের ডিন হিসেবে কার্যক্রম শুরু করেন।অফিস আদেশটি মো. শাহজাহান যোগদানের দিন থেকে কার্যকর হবে বলে উক্ত অফিস আদেশে জানানো হয়।
প্রসঙ্গত সাবেক উপাচার্য অধ্যাপক নাসিরুদ্দিন ছাত্র আন্দোলনে পদত্যাগ করলে রুটিন উপাচার্য হিসেবে অধ্যাপক শাহজাহানকে নিয়োগ দেয়া হয়েছিলো।নতুুুন উপাচার্য নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি রুুুুটিন উপাচার্যের দায়িত্ব পালন করেন।
Leave a Reply