গ্ল্যামার ছড়িয়ে দর্শকদের নজর অনেক আগেই কেড়েছেন আফরিন লাবনী। এবার নতুন নাম ‘প্রিয়মনি’ আর নতুন রূপে সিনেমার মাধ্যমে আসতে যাচ্ছেন তিনি। সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন ‘প্রিয়মনি’। ‘ভালোবাসার প্রজাপতি’ নামের এই নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন তিনি।
প্রিয়মনির স্বপ্ন ছিল শোবিজে কাজ করবেন।মিস ওয়ার্ল্ড বাংলাদেশে নজর কেড়েছিলেন তিনি।ভালোবাসার প্রজাপতি সিনেমায় প্রিয়মনি অভিনয় করছেন চিত্রনায়ক শিপনের বিপরীতে। এই ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির গল্প লিখেছেন রাজু আলীম,আর ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। গত মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।
এই ছবিতে প্রিয়মনি-শিপন ছাড়া আরও অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্স তারকা তানিন তানহা, ডিজে সোনিকা সহ আরও অনেকে।
এদিকে নতুন রূপে দেখা যাবে নবাগত গ্ল্যামার কন্যা প্রিয়মনিকে।সম্প্রতি প্রিয়মনির ফেইসবুক টাইমলাইন, গ্রুপ,পেইজ এমনকি তার ভক্তদের টাইমলাইনে দেখা যাচ্ছে প্রিয়মনির বেশ কিছু ছবি।প্রিয়মনির রূপের মোহনীয়তার আবেশে তার ভক্তরা।ছবিতে গ্ল্যামার কন্যাকে দেখা গিয়েছে বেশ আবেদনময়ী হিসেবে। নজরকাড়া রূপ,কথার মাধূর্য্য,রূপের ঝলকানীতে ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করতে সমর্থন হয়েছেন প্রিয়মনি।
তাই নতুন ছবি ‘ভালোবাসার প্রজাপতি’ যে সিনেমাপাড়ায় নাম করে নিতে পারবে,সে বিষয়ে আশাবাদী প্রিয়মনির ভক্তদের।আর এই ছবির মাধ্যমে প্রিয়মনি শোবিজে আরও শক্তভাবে জায়গা করে নিতে পারবেন বলেই ধারণা সিনেমা বিশারদদের।
Leave a Reply