কবির ভাষায়- “আমি ছিলাম মফস্বলের মেয়ে,
তুমি ছিলে শহুরে,
সময় আর সিদ্ধান্তের ব্যবধানে দুজন আজ বহুদূরে…..”
এভাবেই নানা কথার ভিড়ে এক সময়ের প্রিয়জন হয়ে যায় “প্রাক্তন “।
তবে কবিতার মতো প্রাক্তন প্রিয়জনের প্রতি ভালোবাসা কমই থাকে।অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা ও ক্ষমাহীন ক্ষোভ। হয়তো এই সব অনুভূতির পেছনের কারণগুলো যথার্থই যৌক্তিক কিংবা অভিমানে দূরে সরে যাওয়া। কিন্তু তা বলে অনুভূতিগুলো সারা জীবন ধরে পুষে রাখারও কি যৌক্তিক কারণ থাকে সব সময়? পুষে রাখা মানেই তো সারাক্ষণ মানসিক যন্ত্রণায় ছটফট করা। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রাখা । কেবলই যেন বুকের ওপর কঠিন পাথরের চাপ। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দেয়া যায় না কি?অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় কমই আছে।
তাই আজকের দিনটা প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার দিন।প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিনে আরেকবার মনে করুন আপনার জীবন থেকে চলে যাওয়া সেই প্রিয়জনকে। মনের ভেতর জমে থাকা অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা—সব ভুলে গিয়ে তাকে বলে দিতে পারেন, ‘আজ তোমায় ক্ষমা করে দিলাম।” শুভকামনা জানিয়ে বলতেও পারেন “ভালো থেকো।”
কারন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন।
আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়া দিবস। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির।
Leave a Reply