গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন ফাঁকা থাকা সত্বেও ভর্তি না নেয়ায় অপেক্ষামান প্রশাসন কর্তৃক প্রকাশিত সর্বশেষ অপেক্ষমান ভর্তি পরীক্ষার্থীরা আমরণ অনশনে নেমেছেন।
জানা যায় ভর্তি পরীক্ষায় উল্লেখ করা আসন সংখ্যা পূর্ন না করেই তালিকা থেকে শিক্ষার্থী সংগ্রহ বন্ধ রেখেই ক্লাস করেছেন শিক্ষার্থীরা।
গত মাসের ১৪ তারিখে (১৪ সেপ্টেম্বর) অনিশ্চয়তায় ভুগছেন এমন কিছু সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর চিঠি প্রদান করেন। তারা দাবি করেন সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রশাসন সিট সংখ্যা অপূর্ণ রেখে ক্লাস শুরু করে দেয়ায় অপেক্ষামান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন। বিভিন্ন শিক্ষক এবং প্রশাসনের ব্যক্তিবর্গ এ ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দিলেও বিগত ৯ মাসে পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলে অভিযোগ করেন এসব শিক্ষার্থী।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অপেক্ষামান থাকা শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছে।
অনশনরত শিক্ষার্থীরা জানান যেহেতু বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত আসন সংখ্যা অপূর্ণ রাখা হয়েছে। তাই যত দ্রুত সম্ভব তাদের ভর্তি নিশ্চিত করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি গোপালগঞ্জে তারই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে।
এ বিষয়ে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বাংলাদেশ সারাবেলাকে বলেন- “বন্ধ ক্যাম্পাসে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।তবে বিশ্ববিদ্যালয় খুললে শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আমি মনে করি।”
উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে সর্বমোট প্রায় সাড়ে তিনশটির বেশি সংখ্যা আসন ফাঁকা রয়েছে।
Leave a Reply