আসন্ন ঈশ্বরদী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস। গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে তার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার বড় ছেলে ডলার শরীফ।
দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নায়েব আলী বিশ্বাস বলেন, “সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে যেই মনোনয়ন পান,তার পক্ষেই কাজ করে আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
ঈশ্বরদীতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন।ছাত্রলীগ -যুবলীগ শেষে দীর্ঘদিন ধরে হাল ধরে রেখেছেন ঈশ্বরদী আওয়ামীলীগের। নানা চড়াই-উৎরাই পাড়ি দেওয়া এই বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচনে চান তার কাজের প্রতি সুবিচার।
প্রসঙ্গত সাবেক ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ (আটঘরিয়া – ঈশ্বরদী) আসনে উপনির্বাচন হলে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। ফলে ঈশ্বরদী উপজেলা পরিষদে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলার উপনির্বাচন।
Leave a Reply