পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ছাত্রলীগ কর্মীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদ।
আজ সোমবার তিনি এ সব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উপজেলার বিএলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লাজু, বিএলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের অন্তর্গত ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানিম হোসেন। তাদের কাছে জার্সি হস্তান্তর করেন ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদ।
এ সময় আমিনুল ইসলাম মুরাদ বলেন “মহামারী করোনা প্রাদুর্ভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও ক্রান্তিকাল পার করছে।এটা একটা বৈশ্বিক দূর্যোগ।করোনার সেকেন্ড ওয়েভও ধেয়ে আসছে দ্রুত।এ অবস্থা থেকে মুক্তি পেতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা ও ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করা। ইমিউনিটি সিস্টেম বাড়লে করোনা হলেও সুস্থ হয়ে যাচ্ছে সবাই। আর এই ইমিউনিটি সিস্টেম বাড়াতে খেলাধূলার বিকল্প নেই।স্কুল কলেজ বন্ধের এই অবসরে তরুণরা যেন বিপথগামী না হয়,তারা যেন খেলাধূলার মাধ্যমে ইমিউনিটি সিস্টেম বাড়াতে পারে,সেজন্য আমি খেলার বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছি এর আগেও।সেই ধারাবাহিকতায় আজও বিএলবাড়ি ইউনিয়নের ছাত্রলীগ কর্মীদের মাঝে এইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করলাম।”
এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে খেলার জন্য জার্সি পেয়ে স্থানীয় ছাত্র ও তরুণরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদের প্রতি।
Leave a Reply