পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারকে যানজটমুক্ত করণে কার্যকরি উদ্যোগ গ্রহণ করেছে পানছড়ি সাব জোন। এতে করে আজ মঙ্গলবার (১০’ অক্টোবর) পানছড়ি বাজারের চিরাচরিত চিত্র সম্পূর্ণ পাল্টে যায়।
এর আগে গত সোমবার (০৯’ অক্টোবর) ০৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হল রুমে বাজার ব্যবসায়ী, পরিবহন চালক ও শ্রমিক এবং বাজারে আসা লোকজন ও পথচারীদের সাথে এক আলোচনা সভা করেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আহসান হাবীব। এ সময়, বাজারকে যানজট ও ফুটপাতমুক্ত রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ দিকে পানছড়ি সাব জোনের কার্যকরী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ। তারা একদিন নয়, পানছড়ি বাজারের এমন চিত্র (যানজটমুক্ত) সবসময় দেখতে চান।
Leave a Reply