জয়পুরহাটের ক্ষেতলালের মাটির ঘর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামীম হোসেন(২৫) নামের একজন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শামীম হোসেন কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
ওসি জানান, আজ দুপুরে শামীম মোটরসাইকেলযোগে তার ট্রাক্টরের পার্টস নিতে বটতলী বাজারে গিয়েছিলেন । ফেরার পথে মাটির ঘর এলাকায় পৌঁচ্ছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে শামীম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply