ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। গতকাল আওয়ামীলীগ থেকে মনোনয়নের ঘোষণা দেয়া হয়।
এদিকে আজ (শনিবার) ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিস থেকে আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন পাবনা-৪ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের সন্তান ও জনপ্রিয় যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
সকালে মনোনয়ন সংগ্রহের পর দোলন বিশ্বাস বলেন “বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস চাচার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করলাম। আপনারা সবাই আগামী ১০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন। ”
এসময় নায়েব বিশ্বাসের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply