পাবনায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা যুবলীগ।
আজ শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নতুন এই কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ও বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্তৃক গণপরিবহনে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে করেছে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি,১ নং যুগ্ন-আহ্বায়ক শিবলী সাদিক ও ২ নং যুগ্ন-আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনির নেতৃত্বে কয়েক শতাধিক যুবলীগ নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অাজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেন।
জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন।
Leave a Reply