গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগ একত্রিকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইটিই বিভাগের শিক্ষার্থীরা।এ সময় ইটিই (ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগকে দ্রুত ট্রিপল-ই (ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগে রূপান্তর করার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে ইটিই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে মানববন্ধন করেন।মানববন্ধন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান “দীর্ঘদিন ধরে তারা বিভাগ একত্রিকরণের দাবিতে আন্দোলন করে আসছিলেন।আন্দোলনের সময় প্রশাসনের অনেকেই দাবি করেছিলেন আমাদের দাবি যৌক্তিক। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও এই বিষয়ে কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় আমরা আজ একত্র হয়েছি।দ্রুত এই বিষয়ে মাননীয় উপাচার্য স্যার একটা সঠিক সিদ্ধান্ত দিবেন বলে আশা করি।”
মানববন্ধন শেষে দুপুর একটার দিকে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থী কামরুল হাসান।
তিনি বলেন “বশেমুরবিপ্রবির বিভাগ রূপান্তরের দাবীকে যৌক্তিক দাবি বলেছেন এবং একত্বতা প্রকাশ করেছেন বশেমুরবিপ্রবির ভিসি এ কিউ এম মাহবুব স্যার।খুব শীঘ্রই এ বিষয়ে সমাধান আসবে বলে আশা করছি।”
Leave a Reply