যশোরের শার্শায় ১০০বোতল ফেনসিডিলসহ আনিসুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরের দিকে কাশিপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক আনিসুর উপজেলার কাশিপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডিবি পুলিশ পরিদর্শক মাসুম কাজী, (এসআই) চন্দ্র কান্ত গাইন, (এএসআই) এসএম এরশাদ হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর (পূর্বপাড়া) শাহাজান এর বাড়ির সামনে তিন রাস্তার মোড় কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply