মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব এর পক্ষ থেকে দুমকীর কদমতলা বাজার এ ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
দুমকীর কদমতলাতে “মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাকে বরিশাইল্লা” গ্রুপের অন্তরভুক্ত গ্রুপ মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন আফনান মুসা ও সহযোগি ইলিয়াস আকোন বলেন আমরা সারা বাংলাদেশে যার রক্তের প্রয়োজন, তাকে আমরা রক্তের ডোনার্স খুজে রক্ত দিয়ে থাকি । আর কেউ যেন রক্তের অভাবে মারা না যায় তাদের এই শপথ। কদমতলা ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করার আমন্ত্রণে থাকে শেখ আতিক সদস্য ব্লাড ডোর্নাস ক্লাব। আয়োজনে থাকে জি এম নুর হোসেন ও মো. আল আমিন হাওলাদার। প্রচারে থাকে পান্না টেলিকম। সার্বিক সহোযোগিতায় থাকে মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব। এ সময় অনুষ্ঠানটির শুভ উদ্ভবন করেন কদমতলা কলেজের প্রভাষক মো. নুরুজ্জামান শরিফ। তিনি বলেন “রক্ত দান খুবই ভালো একটি কাজ। আমি তাদের কে স্যালুট যানাই যারা সেচ্ছায় রক্ত দিতে চায়।”
Leave a Reply