করোনা আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ তার স্ত্রী মেহবুবা আলমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা, সাধরণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, সাংগঠনিক সম্পাদক গোলাম মতুর্জা মোরশেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশনেন।
পরে আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ তার স্ত্রী মেহবুবা আলমের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply