কবির ভাষায় “পথেই দেখা পথের বন্ধু পথশিশু।” পিছিয়ে থাকা এসব পথশিশুদের ভালোবেসে কবিতায় কবি সম্বোধন করেছেন পথকলি হিসেবে।তিনবেলা যাদের খাবারই জোটে না ঠিকমতো, তাদের কাছে একটু ভালো খাবার রীতিমতো মহা আনন্দের ব্যাপার। আর আজ শুক্রবার গুলিস্তানের পথকলিদের মাঝে এই আনন্দ বিতরণ করেছেন সামাজিক সংগঠন “গাহি সাম্যের গান “।
আজ শুক্রবার রাজধানীর ওয়ারীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় ” শিশুদের আনন্দোৎসব “।
সংগঠনটির সংগঠক শামীমা নিশীথ বলেন “আলহামদুলিল্লাহ, গাহি সাম্যের গান এর পক্ষ থেকে গুলিস্তানের সুবিধাবঞ্চিত ষাটজন শিশুদের মাঝে আনন্দ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে আজ। “
যারা উপস্থিত না থেকেও ডোনেট করে পাশে ছিলেন এবং যাদের জন্য আজকে এই ৬০জন বাচ্চার মাঝে আনন্দ বিতরণ সম্ভব হয়েছে,তাদের সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামীমা নিশীথ।এসময় তিনি ভবিষ্যতেও ভালো কাজগুলোতে সবসময় তাদের পাশে পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি আরো বলেন “আসুন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিছু মানুষের মুখে হাসি ফোটাই। সবাই মিলেমিশে ভালো থাকি। “
Leave a Reply