বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়পুরহাট জেলা শাখার সদ্য গঠিত বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, সেলিম রেজা ডিউক, আমিনুল ইসলাম বকুল, ইব্রাহিম ফকির, সাইফুল ইসলাম ডালিম.কামরুজ্জামান কমল,খালেদুল মাসুদ আঞ্জুমান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র আজ বাকরুদ্ধ। বর্তমান স্বৈরাচার অবৈধ আওয়ামী লীগ সরকারের হাত থেকে বাকরুদ্ধ এই গণতন্ত্র রক্ষায় শীঘ্রই তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী জনতাকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
নবগঠিত জেলা বিএনপি’র সংগঠন গতিশীল করতে সকল ইউনিট কমিটি মতামতে ভিত্তিতে বিলুপ্ত করে,স্বস্ব ইউনিটে গিয়ে তৃণমূলের মতামতে ভিত্তিতে কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply