আজ রবিবার কয়রা উপজেলায় ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২০ উদযাপন করা হয়েছে।কয়রা উপজেলায় ১৪ টা স্কুল ও কলেজ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিভিন্ন স্কুল- কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে তাদের স্টলে হাজির হন। সকাল ১০ টায় কয়রা উপজেলার নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাস ও কয়রা উপজেলা চেয়ারম্যান জনাব এস, এম শফিকুল ইসলাম বিভিন্ন স্টল পরিদর্শন করেন। একে একে সারাদিন নানান শ্রেনীর মানুষ ঘুরে ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ প্রদান করেন। অাজ এ বিজ্ঞান মেলায় কয়রা থানার ঐতিহ্যবাহী বেদকাশী কলেজিয়েট স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা ও অংশগ্রহন করেন। বেদকাশী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব আব্দুল মাজেদ সকাল থেকেই স্টলে উপস্থিত ছিলেন এবং ছাত্র- ছাত্রীদের উৎসাহিত করেন। বিকাল ৪ টায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
কয়রা উপজেলার নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাস সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখ্য আজকের বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান জনাব এস, এম শফিকুল ইসলাম।
Leave a Reply