পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ।
২৯ নভেম্বর রোজ রবিবার গলাচিপা পৌর শহরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন উপজেলার প্রায় ১০ হাজার জনসাধারণ। ও উপজেলার প্রায় ৫০ টি সংগঠন এর নেতাকর্মীরা ব্যানার প্লে কার্ড নিয়ে উক্ত মানববন্ধনে অংশ নেন।
উক্ত মানববন্ধন সকাল ১০ টা থেকে শুরু হয় এবং এক ঘন্টার অধিক সময় ধরে চলে ।
উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান সড়কের দু’পাশে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা জুড়ে ছিল এ মানববন্ধন ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী ৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু (এম,পি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্, গলাচিপা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মামুন আজাদ, সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তৃতা প্রদানকালে সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন,আমি গলাচিপা এবং দশমিনার সংসদ সদস্য হিসেবে আমি আমার জনগণের দাবি নিয়ে আজকে আমি রাস্তায় দাড়িয়েছি। আমরা দক্ষিনাঞ্চলের অন্যান্য উপজেলার তুলনায় গলাচিপা-দশমিনা উপজেলার মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত, আমাদের অঞ্চলগুলোতে কোন অর্থনৈতিক অঞ্চল নেই, আর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশ বুনিয়া মৌজা পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি এবং এই ইউনিয়নে প্রায় ১০০০ (এক হাজার) একর এর বেশি খাস জমি আছে এখানে (ইপিজেড) করার মতো একটি সুন্দর জায়গা তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করবো আমাদের গলাচিপা উপজেলায় (ইপিজেড) করে দেওয়ার জন্য।
এদিকে এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার কথা শুনে মানুষ আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রতি।
এবং খুব দ্রুত এর বাস্তবায়ন চান এ অঞ্চলের সর্বস্তরের জনগণ।
এ দাবি পূরণ করা হলে এ অঞ্চলের অধিকাংশ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটবে।
এদিকে এলাকার সকল স্তরের জনগণের পক্ষে স্থানীয় এম,পি এস এম শাহজাদা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply