কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস ,এম ,তানভীর আরাফাত পিপিএম(বার) জেলা গোয়েন্দা শাখার(ডিবি) কাজে সন্তুষ্ট হয়ে উপহার স্বরুপ নগদ ১০০০০০/-(এক লক্ষ) টাকা পুরস্কৃত করেন।
ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন “পুলিশ সুপারের নেতৃত্বে কুষ্টিয়া জেলার অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ আত্মত্যাগে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
উল্লেখ্য, ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম কুষ্টিয়া ডিবিতে বর্তমানে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এই প্রতিবেদক সহ অন্য অনেক সংবাদ কর্মী জেলা গোয়েন্দা শাখার পারফরম্যান্স নিয়মিত জাতির সামনে তুলে ধরছিলেন। নকল বিড়ি ও বিড়ি তৈরীর সরঞ্জাম, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ ব্ঢ়ক্তিদের ও জনসমাবেশের নিরাপত্তা বিধান, চলতি সপ্তাহে অস্ত্র সস্ত্র ও অান্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার ও সোপর্দ সহ ন্যায় নীতি ও আদর্শিক ভাবে নিজেদের অবস্থান পরিস্কার করে দেশ সেবায় সময়োপযোগী অবদান রাখার সংবাদ সচিত্রাকারসহ প্রকাশিত ও প্রকাশের অপেক্ষায়। এমতাবস্থায় ও বর্ণিত প্রেক্ষাপটে এই স্বীকৃতি তাদেরকে ভালো কাজে অধিকতর প্রেরণা যোগাবে বলে জানান তারা।
Leave a Reply