কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি প্রাঙ্গণে ভারতীয় অর্থনীতিতে নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ।
আজ শুক্রবার(৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তিনি কুঠিবাড়ি প্রাঙ্গণে নির্মাণাধীন মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া, অতিথিদের জন্য বিশ্রামাগারসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং পর্যবেক্ষণ করেন।
এসময় জেলা প্রশাসক কুষ্টিয়া মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান এবং সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা উপস্থিত ছিলেন।
পর্যবেক্ষণ শেষে রবী ঠাকুরের স্মৃতি বিজারিত কুঠিবাড়ি ঘুরে দেখেন তিনি। এছড়াও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
Leave a Reply