বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সভায় বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোমিন আহম্মেদ চৌধুরি, সাধরণ সম্পাদক গোলাম হক্কানি, কার্য নির্বাহী সদস্য গোলাম মোস্তফা,মহসিন আলী, আহসান কবীর এপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আমজাদ হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের যুব প্রধান তারেক দেওয়ান, মিনারুল ইসলাম মানিক প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে।
৪৮তম বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হক্কানি।
Leave a Reply