আজ কুষ্টিয়াতে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাষ্কর্য। এই ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে দেশবাসী।
সারাদেশের ন্যায় ঈশ্বরদীতেও আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনতা।
আজ রবিবার শহরের ৩নং ওয়ার্ডের সাড়া গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে এ প্রতিবাদ মিছিল শুরু করে রেলগেটে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্হিত ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের পুত্র ও যুবলীগ নেতা দোলন বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী,জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সজীব মালিথা,জুয়েল চৌধুরী,যুবলীগ নেতা মোশাররফ হোসেন নয়ন,যুবলীগ নেতা শরিফুল ইসলাম শরীফ, সাবেক পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ,মিজানুর রহমান মিজান, শাকিল আহম্মেদ, উজ্জ্বল খন্দকার, ৩নং
ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক করস শেখ,সাব্বির হোসেন, ইমদাদুল হক সোহাগ সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শেষে পথ সভায় বক্তব্য রাখেন সাংসদ পুত্র যুবলীগ নেতা দোলন বিশ্বাস । দোলন বিশ্বাস বলেন “রাতের আঁধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙ্গে ফেলেছে তারা এই জাতির কুলঙ্গার সন্তান, তারা বঙ্গবন্ধু কে ভালোবাসে নাহ তারা এই বাংলাদেশ কে ভালো চোখে দেখে নাহ, যে বা যারাই এই জঘন্ন কাজটি করেছে আমরা ঈশ্বরদী বাসী এর তীব্র প্রতিবাদ জানাই, এবং এই জঘন্য তম কাজটির সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করে দেশের মাটি থেকে পাকিস্তানি দোসরদের দেশ থেকে বিতারিত করা হোক।”
Leave a Reply