জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওপাবনা- ৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার(০৫ ডিসেম্বর) তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি’র একান্ত সচিব শেখ রাসেল আলী ভিপি মাসুদ।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply