ঈশ্বরদীস্থ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দূর্ঘটনাজনিত কারনে ১০ শ্রমিক আহত হয়েছেন।এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিকিম কোম্পানির শ্রমিকরা নির্মাণ কাজ করছিল। উঁচুতে রডের উপর দাঁড়িয়ে কাজ করা অবস্থায় হঠাৎ তারা সেখান থেকে ছিটকে নীচে পড়ে আহত হয়।
শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মুমূর্ষুদের রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকীদের ঈশ্বরদীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শ্রমিক আহতের ঘটনায় নিকিম কোম্পানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দূর্ঘটনা কবলিত ওই ব্লকের সব শ্রমিকদের ছুটি দিয়ে বাড়িতে চলে যেতে নির্দেশ দেয় বলে শ্রমিকরা জানিয়েছেন।
Leave a Reply