রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৩৬ জনে।
এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন এবং সুস্থ্য হয়েছেন ২১ হাজার ১১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৯৬ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১১ জন নাটোরে ১ জন, বগুড়া ৩৫ জন, জয়পুরহাটে ১ জন, সিরাজগঞ্জে ২ জন ও পাবনায় ৯ জন। এদিকে চাঁপাইনবাগঞ্জ ও নওগাঁয় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি ।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ৮৭ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৫৬ জন, নাটোরে ১ হাজার ১৫১ জন, জয়পুরহাটে ১ হাজার ২২২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪১৮ জন ও পাবনায় ১ হাজার ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে রাজশাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ২১৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ১১০ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৫৯ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে ১ হাজার ১৭২ জন, বগুড়ায় ৮ হাজার ২২২ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১২১ জন ও পাবনায় ১ হাজার ২১২ জন।
Leave a Reply