আজ রাত পোহালেই সকাল থেকে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট শুরু হবে। সবাইকে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে ঈশ্বরদীবাসীকে আহ্বান জানিয়েছেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের পুত্র,যুবলীগ নেতা দোলন বিশ্বাস। নির্বাচনের দিন প্রথম প্রহরে (আজ) তার নিজস্ব ফেইসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান।
পাঠকদের সুবিধার্থে তার ফেইসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো
“সন্মানিত ঈশ্বরদী উপজেলা বাসী, আসসালামু আলাইকুম ।
ঈশ্বরদী উপজেলার উন্নয়ন সমৃদ্ধ করতে আবারও আমরা সবাই নৌকা মার্কায় ভোট দেই ।
যোগ্য ব্যক্তি কে মূল্যায়ন করেন।
ভোট আপনাদের সাংবিধানিক অধিকার।
আপনাদের সবাই কে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে মূল্যবান ভোটটি প্রদান করতে উদাত্ত আহবান জানাইতেছি।
আসুন আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস চাচাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করি।”
Leave a Reply