কুষ্টিয়া মুক্তদিবস উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ২৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম ফলক উন্মোচন এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১১ ডিসেম্বর সকালে কুষ্টিয়া পূর্ব মজমপুর সাদ্দাম বাজার মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক উন্মোচন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম টুকু।
নাম ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ্ জালালের আয়োজনে এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু তৈয়ব বাদশার সহযোগিতায় কুষ্টিয়া সিএন্ডবি অফিস চত্বরে ১৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম টুকু। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এবং সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ্ জালালের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রাশিদুজ্জামান খান টুটুলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভাদু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মধ্যদিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধিতরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ বাহাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হুসাইনুল বাহার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভাদু, বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ হেলিম, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরফরাজ আহমেদ মজু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আসকার আলী, বীর মুক্তিযোদ্ধা এফ. এম বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্তারুজ্জামান সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মরহুম এফতিয়ার রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ ফারুক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল শেখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম নরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আলিমুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে মৃত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। উল্লেখ্য কুষ্টিয়ার ইতিহাসে এই প্রথম কোন পৌর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হলো।
Leave a Reply