পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে সমাজসেবী সংগঠন পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ফ্রী মাস্ক বিতরণ করা হয়।
আজ শুক্রবার(১১ডিসেম্বর) বেলা ৩:০০ টায় উপজেলার পাঁচপীর ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রায় ৩০০০ মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির প্রধানকে মাস্ক পড়িয়ে তাদের সংগঠনের পদচারণা শুরু করে।
পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটির একজন সদস্য বলেন,দেশের যুব সমাজ আজ বিভিন্ন নেশায় আসক্ত সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে সমাজসেবী মানসিকতা নিয়ে পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্ঠা করেছি।যারই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যরা নিজেদের মোবাইল খরচ বাঁচিয়ে এই করোনা মহামারীতে অসহায় মানুষের স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক বিতরণের উদ্যােগ নিয়েছি।
পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র মুখপাত্র তার বক্তব্যে তাদের পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন।
সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমাদের এ সংগঠনটি কাজ করবে বলেও জানান সংগঠনটির মুখপাত্র। তিনি বলেন আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো।পঞ্চগড় জেলাধীন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গ আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশা রাখছি।
পাঁচপীর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান তার বক্তব্যে বলেন, দেশের যুব সমাজ আজ মাদক সহ নানা রকম নেশায় আসক্ত।সেই পরিস্থিতিতে আমার ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে এমন একটা সমাজ সেবী সংগঠন সত্যিই প্রসংশার দাবী রাখে।
আমি তাদের মহৎ উদ্যােগ এবং সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।
Leave a Reply