করোনা সচেতনতা জনসাধারণের মাঝে বৃদ্ধি করার লক্ষ্যে মোংলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জিবনের জন্য প্রকল্পের বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত।
মোংলায় করোনা সচেতনতা জনসাধারণের মাঝে বৃদ্ধি করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (জিবনের জন্য প্রকল্প) মোংলায় নানা সচেতনমূলক কার্যক্রম পরিচালনা কোরছে। ১৪ই ডিসেম্বার ও ১৫ ডিসেম্বার মোংলা পৌর শহরের এলাকা গুলোতে করোনা সচেতনমূলক মাইকিং প্রচার কোরেছে এ প্রকল্পটি। পৌর শহরের বিভিন্ন এলাকায় করোনা সাচেতনতায় উঠন বৈঠক,করোনা সচেতনমূলক মূলক লিফলেট বিতরন ইত্যাদি কার্যক্রম পরিচিলনা কোরছে। এছারাও সুবিদাবঞ্চিত শিশুদের হ্যান্ডস্যানিটাইজ,মাস্ক ইত্যাদি বিতরন কোরছে। উল্লেখ্য, মোংলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্প ০১ আষ্টোবর ২০১৬ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশু,বিদ্যালয়ে না যাওয়া শিশু,বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু,১৮ বছরের নিচে পথ শিশু এবং তাদের পরিবারকে নানা সুযোগ সুবিধা প্রদান কোরছে। এছারাও মোংলা পৌর শহরের ৩ থেকে ৫ বছরের অসহায় শিশুদের পুষ্টিকর খাবার প্রদান, বর্ণমালা শিখন,কবিতা,গান ইত্যাদি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা কোরছে।
Leave a Reply