পটুয়াখালীর দুমকিতে সদ্য যোগদানকারী নবাগত ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন সভাপতি এড. হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি ছিলেন। সভায় সহকারি কমিশনার মো: আল-ইমরান, বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে সাবেক ডেপুটি কমান্ডার আবদুল লতিফ মিয়া, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী আবদুল মোতালেব, সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ ইবনে আজিজ, প.প.কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, স্কুল শিক্ষক আ: রাজ্জাক প্রমুখ বক্তৃতা করেন।
Leave a Reply