জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান রকেট।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আলী,সহ সভাপতি গোলাম হক্কানী, মোমিন আহম্মেদ চৌধুরি, রাজা চৌধুরি, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করে দেশের বীর সন্তানদের। একাত্তরের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন।
Leave a Reply