রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে
১৬ই ডিসেম্বর এর প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সকাল ৭:৩০ মিনিটে একটি মিছিল বেড় করে চরমোন্তাজ স্লুইস বাজার প্রদক্ষিণ করে চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চরমোন্তাজ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মোঃ নেছার খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক মোঃ জাহিদ খান সোহেল, সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ এর মানবিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি,এম শিমুল, চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ইনছান ইসলাম, সহ সকল নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির জায়গা হয়। তাই সেই সকল শহিদদের স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগ চরমোন্তাজ ইউনিয়ন শাখার নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
Leave a Reply