পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ ফকিরের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর শতাধিক সাবেক-বর্তমান ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী।
সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব সরদারের তত্বাবধানে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সোহাগ বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সনেট, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল মাহমুদ,দাশুড়িয়া কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম,ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাস, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন,ইবি ছাত্রলীগ নেতা মামুন ক্যাপ্টেন, পৌর ছাত্রলীগ নেতা রাজু,জুবায়েরসহ শতাধিক নেতাকর্মী।
বিজয় দিবসের আলোচনায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ ফকির বলেন “রাজনৈতিক চাটুকারিতা বাদ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করতে আমরা এগিয়ে যাবো।”
এ সময় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত বীর সেনানীদের জন্য দোয়া করা হয় ও তবারক বিতরণ করা হয়।
Leave a Reply