মোংলায় সিভিএ দলের কর্মপরিকল্পনা অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিতো হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের সহযোগিতায় সিভিএ দলের আয়োজনে (১৭ ডিসেম্বার) বৃহষ্পতিবার দুপুর ১২ টায় মোংলা ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিতো হয়। মোংলা জিবনের জন্য প্রকল্পের কমিউনিটি ফ্যাসালিটিটর প্রদিপ মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোংলা জিবনের জন্য প্রকল্পের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা,সিভিএ দলের সভাপতি সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল,অবসর প্রাপ্ত শিক্ষক জেমস শরৎ কর্মকার,মোংলা ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ প্রমূখ। সভায় বক্তারা বলেন,চার বছর আগে জিবনের জন্য প্রকল্প মোংলায় অসহায় শিশু,ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশু,বিদ্যালয়ে না যাওয়া শিশু,বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু,পথ শিশুদের নিয়ে কাজ করা শুরু করেছিল। আজ তার ফল কিছুটা লক্ষ করা যাচ্ছে। অনেক শ্রমজীবী শিশু জিবনের জন্য প্রকল্পের মাধ্যমে এখন স্কুলেগামি হয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু এখন এই প্রকল্পের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং গ্রহন করে কম ঝুকির কাজ কোরছে পাশাপাশি তারা স্কুলে যাচ্ছে। আমাদের সমাজে শতভাগ এটা বাস্তবায়ন করা সম্ভাব হয়নি। কিন্তু পর্যায়ক্রমে এটা শতভাগ করা সম্ভাব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক মোঃ জাহের হাওলাদার,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ আলী,সাংবাদিক মনির হোসেন,সাংবাদিক পারভেজ সহ মোংলার সিভিএ দলের সকল ব্যাক্তিবর্গ।সভায় সার্বিবভাবে সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশন জিবনের জন্য প্রকল্পের নতুন কলি শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের শিক্ষক শুভ্রা প্রিয়া বিশ্বাস, রাজ কুমার সরকার। সভার শেষ পর্যায়ে সিভিএ দলের আগামী এক বছরের কর্মপরিকল্পনা তৈরি করা হয়।উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্প ০১ আষ্টোবর ২০১৬ থেকে মোংলায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশু,বিদ্যালয়ে না যাওয়া শিশু,বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু,১৮ বছরের নিচে পথ শিশু এবং তাদের পরিবারকে নানা সুযোগ সুবিধা প্রদান করছে।
Leave a Reply