ক্ষতিপূরণ
মা আমি তো নেই,
ওরা তোমাকে কি ক্ষতিপূরণ দিবে?
ও মা, তুমি নেবে??
মা ওদের বলে দিও,
তুমি বিচার ছাড়া আর কোন ক্ষতি পূরণ চাও না।
মাগো, তুমি কষ্ট পেও না,
তোমার ছেলে সত্যের পথে শহিদ হয়েছে।
আমি স্বার্থপর হতে পারি নি।
আমি আমার দেশের জন্য লড়েছি।
মা জানো?
ওরা আমাকে খুব মেরেছে,
মা তুমি কি জানতে না?
আমার কোনো চর্মরোগ নেই।
মা আমি জানি,
সবাই আমাকে ভুলে যাবে,
তুমি আমাকে ভুলে যেও না, মা!
ও মা, ওদের একটু জিজ্ঞেসা করো তো,
আমার দোষটা কি ছিলো?
আমি তো মিথ্যা বলি নি।
মা আমি যদি এতো বড় বিদ্যাপিঠে না পড়তাম,
তাহলে কি সেখানে সিসিটিভি ফুটেজ থাকতো?
আমাকে কারা মেরেছে,
এটা কি জানাতে পারতো সবাই?
এতো কিছু জেনেও কি,
তুমি আমার খুনের প্রতিশোধ নেবে না মা?
মা তুমি ওদের বলে দিও,
আমি বিচার চাই।
বিচার!!
(আবরার ফাহাদের স্মৃতিচারণে উৎসর্গিত!!)
লেখকঃ মৌ আফরিন (মিম),
ভূগোল ও পরিবেশ বিভাগ,দ্বিতীয় বর্ষ,
নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী।
Leave a Reply