বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও সময় ক্ষেপণের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রকিকুল ইসলামের সঞ্চালনায় অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ রকিবুল হাসান বক্তৃতায় বলেন, “পদোন্নতি শিক্ষকদের অধিকার, দয়া নয়। দীর্ঘদিন পদোন্নতি না পাওয়ায় শিক্ষকদের সার্বিক গবেষণা এবং সৃজনশীল কাজে অনুৎসাহিত করছে।”
পরিসংখ্যান বিভাগের প্রভাষক মাইদুল হোসেন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইমরান হোসাইন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষক উক্ত মানববন্ধনে বলেন পদোন্নতি কোন করুণা নয় বরং ন্যায্য অধিকার। সে অধিকার আদায়ে শিক্ষক সমিতিকে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নিতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান।
মানববন্ধন থেকে শিক্ষকরা তাদের দাবি পূরণে উপাচার্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২-৩ বছর বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ড হয়নি। যার কারণে শিক্ষকরা পদোন্নতি থেকে বঞ্চিত। এটা একটা বড় সংকট। এই সংকট নিরসনের আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, উপাচার্যের সাথে আমরা প্রতি মাসে ২ বার করে দেখা করেছি। প্রত্যেকবারই তিনি আপগ্রেডেশনের বিষয়ে কমিটি গঠন করে সমাধান করবেন বলে আশ্বাস দেন। কিন্তু এখনো আমরা কোনো সমাধান পায়নি। যার কারণে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি কার্যকরী পরিষদের ২১ ডিসেম্বরের জরুরী সভায় ডিউ ডেট থেকে আপগ্রেডেশনের দাবিতে ২৩ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচী এবং আগামী ২৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে (বেলা ১২টা থেকে ১টা) শহীদ মিনার পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
Leave a Reply