পটুয়াখালীর দুমকিতে প্রয়াত আ’লীগ নেতা আলতাফ হোসেন তালুকদারের ১য় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান সিকদারের সভাপতিত্বে মুরাদিয়া ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে আয়োজিত বিশেষ স্মরণ সভায় ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ চাকলাদার, আ’লীগ নেতা মোখলেস ফকির, সৈয়দ জাকির হোসেন, মো: নুরুজ্জামানসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম আলতাফ হোসেন তালুকদারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, প্রবীন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন তালুকদার জীবদ্দশায় একবার উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, তিন বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ক্যান্সারাক্রান্তে হয়ে তিনি ইন্তেকাল করেন।
Leave a Reply