ঠাকুরগাঁওয়ে নকল কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়া গেছে ঢোলার হাটের এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে ঘটনা জানাজানি হওয়ার পর পরে ক্রেতাকে আসল কীটনাশক দিতে বাধ্য হয়েছেন তিনি।ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাটের সুরেশ ট্রেডার্স এর মালিক সুরেশ শর্মা এমন নকল কীটনাশক বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন আরাজী দক্ষিণ বঠিনা গ্রামের কীটনাশক ক্রেতা কৃষক অজয় ভৌমিক।অজয় ভৌমিক বলেন, একটি কোম্পানীর কীটনাশক কেনার পর ষ্প্রে করার সময় নকল মনে হয়। পরে সোমবার কীটনাশকটি ফিরিয়ে দিতে গেলে নকল নয় বলে দাবি করেন ওই ব্যবসায়ী। পরে বিষয়টি প্রকাশ্যে এলে জনরোষে পড়ার ভয়ে আসল কীটনাশক সরবরাহ করে বিক্রেতা সুরেশ সর্মা।ওই কীটনাশক কোম্পানীর প্রতিনিধি মাহাবুব আলম বলেন, বিষয়টি জানার পর ওই ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তবে তিনি কোম্পানীর নিকট হতে কীটনাশক কিনলেও রশিদ দেখাতে পারেননি।তবে কীটনাশক ব্যবসায়ী সুরেশ শর্মার দাবি, কীটনাশক তিনি মুল কোম্পানির কাছ থেকে কিনেছেন। কোনো রশিদ না থাকায় কোম্পানির লোক এখন অস্বীকার করছে’।কীটনাশক ক্রেতা অজয় ভৌমিকের বর্ণনা অনুযায়ী, কীটনশাকের রং মবিলের মত। প্রথমে মবিল ভাবলেও পরে বুঝতে পারি এটা মবিল নয়। নকল কীটনাশক। বিষয়টি জানার জন্য বিক্রেতার কাছে গেলে তিনি বলেন এটাই আসল কীটনাশক। এটি ফেরত নিয়ে আসল কীটনাশক চাইলে তিনি অনিহা প্রকাশ করেন।ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন জানান, বিষয়টি আমাকে জানিয়েছে। এ ধরণের অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে
Leave a Reply