জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর পুর্বপাড়া এলাকায় মাছুমা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাবিকুল হাসান টিটু (৩০)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর হত্যাকারী টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। আর রাবিকুল হাসান টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, গৃহবধু মাছুমা বেগম তার দেবরের ছেলে টিটুকে কয়েকদিন আগে দুই হাজার টাকা হাওলাত দিয়েছিল। বৃহস্পতিবার সকালে মাছুমা সেই টাকা ফেরত চাইতে গেলে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে টিটু ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই মাছুমার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক টিটুকে আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনয় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply