যশোর জেলার শার্শার বাগআঁচড়ায় পুলিশি অভিযানে ২২১বোতল ফেন্সিডিল ও একটি এলিওন প্রাইভেটকার সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আজ (৩১শে ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে যশোরের শার্শা উপজেলার রাড়ী পুকুর পাঁকা রাস্তার উপর থেকে ১।শাওন আহম্মেদ (৩২)পিতা রফিক উদ্দীন আহম্মেদ ২।সবুজ কর্মকার( ৩০) পিতা শান্তি কর্মকর ৩। সুমন চন্দ্রদাস (২৫) পিতা নিখিল চন্দ্রদাস উভয়ে ৪ নং ওয়ার্ড ভাঙ্গা এলাকার বাসিন্দা ৪।মোঃ তপু (৩০) পিতা বাশার মুন্সি নূরপুর এলাকার বাসিন্দা। উভয়ই ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। উভয়কে ২২১ বোতল ফেন্সিডিল ও একটি এলিওন প্রাইভেটকার সহ আটক করা হয়
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে
Leave a Reply