ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেডলাইফের ফ্রি স্বাস্থ্য সেবা পরীক্ষা করা হয়েছে ১লা জানুয়ারি শুক্রবার সকাল ৭ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
নতুন বছরকে স্বাগত জানাতে তরুনেরা যখন পিকনিক আর মজায় মাস্তিতে ব্যাস্থ। তখন পীরগঞ্জ উপজেলার একদল তরুন দলের চিন্তা ভাবনায় আসে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ফ্রি স্বাস্থ্য সেবা দিয়ে নতুন বছর কে বরণ করতে।
শীতকালে গ্রামীণ মানুষ শীতের তীব্রতায় এবং অসচেতনতায় নানা রকম অসুখে আক্রান্ত হয়ে থাকে,যেমনঃ হাপানী, শ্বাসকষ্ট, জ্বর,সর্দি ইত্যাদি, অনেকে টাকার অভাবে যথাসাধ্য চিকিৎসা করাতে পারে না! অনেকের বিনা চিকিৎসায় মৃত্যুও হয়।
তাই সে সকল গ্রামীণ মানুষদের কথা চিন্তা করে শীতের তীব্রতা কে উপেক্ষা করে “রেডলাইফ” টিম সকাল ৭.০০ টার দিক উপস্থিত হয় পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়ন এর চাপড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
উক্ত ক্যাম্পে শিশু থেকে বয়স্ক, সকল প্রকার মানুষের সেবা প্রদান করা হয়েছে।
সেখানে চাপড়াগঞ্জ, কাস্তোর, কেটগাঁও, সাগুনী গ্রামের প্রায় ৩০০ জন মানুষের জ্বর, সর্দি, কাশি, এলার্জি, শ্বাসকষ্ট, বাত-ব্যাথা রোগের চিকিৎসা সেবা প্রদান করেন “রেডলাইফ” এর সম্মানিত চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ডাঃ #মোঃ_ফয়সাল_আজম
এমবি বি এস, বিসিএস(স্বাস্থ্য), এফসিপিএস-মেডিসিন (শেষ পর্ব), (নিউরোমেডিসিন ও বাত ব্যাথা বিশেষজ্ঞ) মেডিকেল অফিসার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ,ঠাকুরগাঁও।
সকাল ৭.৩০ হতে বিকাল ৪.০০ টা (১.০০-২.০০ নামাজের বিরতি) পর্যন্ত চলে।
রেডলাইফের প্রতিষ্টাতা মোঃ দোয়েল হক বলেন: রেডলাইফ এর স্বাস্থ্য সেবা কর্মসূচি, উক্ত ক্যাম্পেইন টিকে সফল ভাবে সম্পন্ন করার জন্য রেডলাইফ এর সকল স্বেচ্ছাসেবক কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Leave a Reply