পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে নানা আয়োজনের মধ্যে দিয়ে।
আজ ৪ জানুয়ারি রোজ সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সম্পাদক উজ্জল সহ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।
পরবর্তীতে উপজেলার সকল ইউনিয়নের উপস্থিতিতে রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল ও র্যালি বেড় করে উপজেলার প্রধান সড়ক সহ বিভিন্ন যায়গায় প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের জন্মদিন পালন করা হয় তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় রাঙ্গাবালী উপজেলাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।
Leave a Reply