নাটোরের বড়াইগ্রাম পৌর ও সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে র্যালী পরবর্তী আলোচনা সভায় পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক সরকার। সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ বারেক প্রাং, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আঃ জলিল প্রধান, মোঃ রবিউল করিম, সাবান মাহমুদ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন খাঁন, জুয়েল রানা, সোহাগ সরকার, হাসানুজ্জামান শিপন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply