জগন্নাথপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গঁলবার বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী-শ্রমিকলীগের আহবায়ক মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা তুরন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল হক শফিক, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জমসেদ আলী, সংগঠনের সদস্য সচিব জাহির উদ্দিন, পৌর শ্রমিকলীগ নেতা ও জগন্নাথপুর মাইক্রো শাখার সাধারণ সম্পাদক আখলাকুর রহমান ও নুর আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা আওয়ামীলীগ নেতা ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়াকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।
পরে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে উপজেলা শ্রমিকলীগের বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পৌর পয়েন্টে এসে শেষ হয়।
Leave a Reply