জগন্নাথপুর পৌর নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত মেয়র পদপ্রার্থী ও জগন্নাথপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব হাজি মোঃ হারুনুজ্জামান হারুন দলীয় নেতা- কর্মীদের সাথে নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ (৬ ই জানুয়ারী) বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাড়ী জগন্নাথপুর, পিংলার হাওর এলাকা সহ জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের সাথে কোশলাদি বিনিময় করে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি সকলের নিকট দোয়া চেয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গনতন্ত্র প্রতিষ্টা সহ জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপ দিতে সকলের সহায়তা কামনা করেন এবং আস্থার প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপি নেতা ফারুক আহমদ, মোঃ শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর পৌর সভার ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাবিল মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, সেচ্ছাসেবক দল নেতা ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা নিজাম আহমদ, জুবায়ের, সাইফুর রহমান, জুয়েল, জাবেদ, রুমন, নুর উদ্দিন, জহিরুল, সোহাগ, কামরুল, রুহেল, ফখরুল, বশির, নজরুল সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply