নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন মাজেদুল বারী নয়ন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফায় ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভার ভোট গ্রহণ হবে। সেই তালিকায় রয়েছে নাটোরের বড়াইগ্রাম পৌরসভা। আজ বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম ঘোষণা করেন। আর সেই তালিকায় বড়াইগ্রাম পৌরসভার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকেট পেলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মাজেদুল বারী নয়ন। বুধবার রাতে মাজেদুল বারী নয়নের ঘনিষ্ঠজন মতিউর রহমান সুমন বিষয়টি নিশ্চিত করেন।
তরুণ নেতৃত্ব আলহাজ্ব মাজেদুল বারী নয়নের দলীয় মনোনয়নে খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ফেসবুকে দলীয় মনোনয়নের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন।
Leave a Reply