মাটিরাঙা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার বর্তমান মেয়র মোঃ শামছুল হক।
তার মনোনয়ন পাওয়ার খবরে মাটিরাঙায় দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দভাব ও উৎসব আমেজ বিরাজ করছে।
বুধবার (১৩ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে শামছুল হক বাংলাদেশ সারাবেলা কে জানান, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে তাকে বিজয়ী করতে মাটিরাঙার আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসা চান তিনি।
প্রসঙ্গত, মাটিরাঙা পৌরসভায় ৪র্থ ধাপের পৌর নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply