গতকাল (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এক পরিবারের ছয় সদস্যসহ ২৫ জন খিচুড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন।
বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, রোববার(১৭ ই জানুয়ারি) সিরাজ মাতুব্বরের বাড়িতে পারিবারিকভাবে খাওয়ার জন্য দুপুরে পোল্ট্রি মুরগী দিয়ে খিচুড়ি রান্না করা হয় যা খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয়জন এবং জমিতে পিঁয়াজ রোপণের কাজে নিয়োজিত নয়জন শ্রমিক সহ প্রায় ২৫ জন জ্ঞান হারিয়ে ফেলেন।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে,ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, খাদ্য খেয়ে জ্ঞান হারিয়ে একই পরিবারের বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। যার মধ্যে সিরাজ মাতুব্বর নিজে এবং তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।
Leave a Reply