বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে জনপ্রতিনিধি, সাংবাদিক, ও বিশিষ্টজনদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট গোলাম সরোয়ার বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫ দফা দাবি লিখিতভাবে উপস্থাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভাকট হারুন অর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আ: আজিজ, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিক, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আ: মোতালেব, রাঙ্গাবালি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা:জহির উদ্দিন আহমেদ সহ বিভিন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। সভায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি, দুমকী উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট হারুন অর রশিদ হাওলাদার।
Leave a Reply