সড়ক দুর্ঘটনা আর গোপালগঞ্জ, এ যেনো একই সুতায় বাধা এখন!
গতকাল সোমবার (১৮ ই জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলা’র মান্দারতলা নামক জায়গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানাই, রাত ৯ টার দিকে গোপালগঞ্জের মান্দারতলা পাম্পের সামনে মহাসড়কের উপর মাছভর্তি একটি ট্রাকের চাকা বাষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিক্সাওয়ালা এবং একজন আরোহী স্পটে মারা যান। এতে আশেপাশে উচ্ছক জনতা ভীড় বাড়াতে থাকে এবং মহাসড়কে আশেপাশে অন্যান্য যানবাহনের জ্যাম বাধে।
পরবর্তীতে, ফায়ার সার্ভিসের একটা ইউনিট এসে উদ্ধার কাজ চালিয়েছে এবং গোপালগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।পুলিশ সদস্যের সাথে কথা বলে জানা যায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অপেক্ষাকৃত পুরাতন টায়ার এবং মাত্রাধিক পণ্য বহনের ফলে এই দুর্ঘটনা ঘটে থাকে তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ সহযোগীতায় সড়কের আশেপাশের গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী ট্রাকের মাছ সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় জনতার সাথে কথা বলে জানা যায়, মান্দারতলা এই জায়গাই প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। সড়কে কোনো লাইট না থাকায় চরম দুর্ভোগে পরে সাধারন জনতা এবং অধিকাংশ ড্রাইভার।গোপালগঞ্জে বর্তমানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়া’তে তারা দ্রুত এই মহসড়কে গতিরোধক স্থাপনের দাবি জানাই।
Leave a Reply